রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫
১২ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

৪৩তম বিসিএসের বাদ পড়া প্রার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে সামনে বিক্ষোভ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১, ২০২৫
৬:২৬ অপরাহ্ণ

 

৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা, যারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বাদ পড়েছেন, তারা অন্তর্ভুক্তির দাবিতে বুধবার (০১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

তারা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে প্রজ্ঞাপনে বাদ পড়ার কারণ জানতে চান এবং তাদের অন্তর্ভুক্তির দাবি জানান। ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনের মধ্যে ৯৯ জনকে বাদ দিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল, তবে ৩০ ডিসেম্বর নতুন একটি প্রজ্ঞাপনে আরও ১৬৮ জন বাদ পড়েন।

অপরদিকে, ২৬ ডিসেম্বর ২০২৩ সালে পিএসসি চূড়ান্ত সুপারিশ করার পর ৩০ ডিসেম্বরের প্রজ্ঞাপনে ১ হাজার ৮৯৬ জনকে সিভিল সার্ভিসে নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

এদিকে, বাদ পড়া প্রার্থীদের কয়েকজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে গিয়ে তাদের অন্তর্ভুক্তির জন্য আবেদন জমা দিয়েছেন।