রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫
১২ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

জনস্বার্থে ব্যবসা করা উচিত, লাভের আশায় নয়: ড. ইউনূস

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২, ২০২৫
৬:১৪ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি এবং মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। তিনি আরও বলেন, শুধুমাত্র ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস আরও বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া যেন তারা এই দায়িত্ব থেকে সরে না যায়। এ জন্যই এই দিবসটি পালন করা হচ্ছে, যাতে দেশের সবাই এই দায়িত্বের গুরুত্ব বুঝতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এই আহ্বান সবার কাছে পৌঁছাবে।

এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের কল্যাণে কাজ করার প্রবণতা রয়েছে। সেই প্রবণতাকে জাগিয়ে তুলতে হবে, কারণ নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় সত্যিকার আনন্দ মেলে। তাই তিনি দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

তিনি সরকারের শক্তির পাশাপাশি ব্যক্তির শক্তির কথা উল্লেখ করে বলেন, দেশের উন্নতির জন্য শুধুমাত্র সরকারের ওপর নির্ভর না হয়ে ব্যক্তিগতভাবে সবাইকে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।