বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২১ রানে হারিয়ে সিরিজ ২-২ সমতায় শেষ করেছে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিল শ্রীলঙ্কা, কিন্তু এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয় তুলে নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯ ওভার ৫ বলে ১২৬ রান করে সবকটি উইকেট হারিয়ে। জান্নাতুল সর্বোচ্চ ২৪ রান করেন। এর পর শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায়।
বাংলাদেশের বোলারদের দাপটে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা শুরু থেকেই চাপে পড়ে। প্রথম বলেই সাঞ্জানা কাভিন্দি রানআউট হন, এরপর ভিমোকশা বালাসুরিয়া ডাক আউট হন। শ্রীলঙ্কা যতটা চেষ্টা করেছে, বিশেষত অধিনায়ক মানোদি নানায়াক্কারা ও হিরুনি হানসিকার প্রচেষ্টা সত্ত্বেও ম্যাচের দখল ফিরে পায়নি তারা।
বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটাও দারুণ ছিল, প্রথম ৪ ওভারে তারা ৩৯ রান করে। তবে মিডল অর্ডারে ব্যর্থতার পর শেষদিকে জান্নাতুল মাওয়া ও আফিয়া আসিমার ৪১ বলে ৩৭ রানের জুটিতে দলের সংগ্রহ দাঁড়ায় ১২৬ রানে। আফিয়া ২৩ বলে ২১ রান ও জান্নাতুল ২৭ বলে ২৪ রান করেন।
এই জয়ে বাংলাদেশ সিরিজ ২-২ এ ড্র করল এবং তাদের টানা দুই জয়ে আত্মবিশ্বাসী হয়ে মাঠ ছাড়ে।