বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও দাবার কিংবদন্তি রাণী হামিদের নাম সপ্তম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ের স্পোর্টস পারসোনালিটি অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে। জামাল ভূঁইয়া, যিনি ডেনমার্কে বেড়ে উঠলেও বাংলাদেশে এসে ফুটবলে ব্যাপক সফলতা অর্জন করেছেন, তিনি এখন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। পাঠ্যবইয়ে তার নাম দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং গর্বিত বোধ করেন, বলেন, “আমি কখনও ভাবিনি পাঠ্যবইয়ে আমার নাম থাকবে। লাখ লাখ তরুণ-তরুণী আমাকে পড়বে, এটা সত্যিই অবিশ্বাস্য।”
অন্যদিকে, রাণী হামিদ, যিনি বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার এবং ৮২ বছর বয়সেও দাবা বিশ্বে অবদান রেখে চলেছেন, তার নামও এই পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানান, “এটা আমার জন্য একটি বড় স্বীকৃতি। শিক্ষার্থীরা ক্রীড়াবিদদের ত্যাগ ও অবদান সম্পর্কে জানবে, যা তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।”
এছাড়া, আগে পাঠ্যবইয়ে কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন এবং ক্রিকেট তারকা সাকিব আল হাসানের নাম ছিল, তবে বর্তমানে তাদের পরিবর্তে জামাল, রাণী হামিদ এবং নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।