শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

নাটকীয় ওভারে সোহানের ঝড়ে জিতেছে রংপুর

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৯, ২০২৫
৭:৩৯ অপরাহ্ণ

রংপুর রাইডার্স বিপিএল ২০২৫-এ একটি চমকপ্রদ জয় পেয়েছে ফরচুন বরিশালের বিরুদ্ধে। শেষ ওভারে ২৬ রানের প্রয়োজন থাকলেও রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান অসাধারণ ব্যাটিং করে মাত্র ৭ বলে অপরাজিত ৩২ রান করেন এবং শেষ বলে ছক্কা মেরে রংপুরকে জয়ের বন্দরে পৌঁছান।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে বরিশাল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে। কাইল মেয়ার্সের ২৯ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসটি ছিল দলের পক্ষে সর্বোচ্চ। রংপুরের পক্ষে শুরুটা তেমন ভালো না হলেও, খুশদিল শাহ এবং ইফতিখার আহমেদের মধ্যে ৯১ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ায়। এরপর, সোহান অপরাজিত ৩২ রান করে জয় নিশ্চিত করেন।

বরিশালের জন্য ওপেনার নাজমুল হোসেন শান্ত ৪১ রান করেন এবং তামিম ইকবাল ৩৪ বলে ৪০ রান করেন। কাইল মেয়ার্সের ঝড়ো ইনিংস (২৯ বলে ৬১*) বরিশালের স্কোরে উল্লেখযোগ্য অবদান রাখে।

রংপুরের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে তারা ৭ উইকেটে জয় লাভ করে, ৬ ম্যাচে অপরাজিত থেকে প্রতিযোগিতায় তাদের অবস্থান মজবুত করেছে।