শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএলে পেসারদের দাপট

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৫
১০:২৮ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণার অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। তার আগে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দেশের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটের, তবে বিপিএল তাদের জন্য প্রস্তুতির বড় মঞ্চ হয়ে উঠেছে। বিশেষ করে পেসাররা এবার নিজেদের সেরা ফর্মে আছেন।

এবারের বিপিএল কিছুটা ভিন্ন রকম। মিরপুর থেকে সিলেট—উইকেটগুলো ব্যাট-বলের ভারসাম্য রেখেছে। আগের মতো স্পিনারদের একক আধিপত্য নেই; বরং পেসাররা দুর্দান্ত ফর্মে আছেন। তাসকিন আহমেদ চার ম্যাচে নিয়েছেন ১২ উইকেট, নাহিদ রানা ছয় ম্যাচে ৯ উইকেট, আর তানজিম হাসান সাকিব তিন ম্যাচে ঝুলিতে জমিয়েছেন ৬ উইকেট।

বিশেষ করে তানজিম হাসান সাকিবের পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে। সিলেট স্ট্রাইকার্সের এই ডান-হাতি পেসার জানিয়েছেন, তাদের মধ্যে সবসময়ই উন্নতির আলোচনা হয়। তিনি বলেন, “ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একেকজন একেক দলে খেললেও আমাদের লক্ষ্য একটাই থাকে—নিজেদের উন্নত করা। আন্তর্জাতিক মঞ্চে ভালো ব্যাটারদের বিরুদ্ধে বল করতে হলে আমাদের প্রস্তুত থাকতে হবে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের আরও ভালো করার চেষ্টা করছি।”

তানজিম বিশেষভাবে প্রশংসা করেছেন এবারের বিপিএলের উইকেটের। তিনি মনে করেন, ট্রু উইকেটে খেলার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বাড়াবে। “আমাদের উইকেট সাধারণত স্পিন-সহায়ক হয়। তবে এবার ভালো উইকেটে খেলার সুযোগ পাচ্ছি, যা আমাদের বোলারদের জন্য ইতিবাচক। পেসাররা ভালো জায়গায় বল করছে বলেই উইকেট পাচ্ছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে ট্রু উইকেটে খেলা হয়, সেজন্য এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ।”

পেসারদের এই দাপট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের বোলিং আক্রমণের জন্য বড় ভরসা হতে পারে। বিশেষ করে এমন একটি মঞ্চে, যেখানে ব্যাটাররা তুলনামূলক শক্তিশালী, সেখানে পেসারদের সাফল্য দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত বিপিএলে তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাই এখন মূল লক্ষ্য।