সাব্বির রহমানের দুর্দান্ত ৮২ রানের ইনিংসেও জয়ের দেখা পেল না ঢাকা ক্যাপিটালস। বিপিএলের চলতি আসরে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তুলেও চিটাগাং কিংসের কাছে ৭ উইকেটে হারতে হলো ঢাকাকে।
এই হারে টানা পাঁচ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হলো ঢাকা ক্যাপিটালসকে। অন্যদিকে, চিটাগাং কিংস তিন ম্যাচ খেলে তুলে নিয়েছে দ্বিতীয় জয়।
প্রথমে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটা মোটেও ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই আলিস আল ইসলামের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরে যান ওপেনার জেসন রয়। এরপর স্টিফেন এসকিনেজি (৫) এবং শাহাদাৎ হোসেন দিপুও (৯) তেমন কিছু করতে পারেননি। খালেদ আহমেদের শিকার হয়ে দ্রুত ফেরেন তারা।
চাপের মুখে চতুর্থ উইকেটে তানজিদ হাসান ও সাব্বির রহমান মিলে ৬৩ রানের কার্যকরী জুটি গড়েন। তানজিদ ৪৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন। অন্যদিকে, সাব্বির নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৩৩ বলে ৯ ছক্কা ও ৩ চারে ৮২ রানে অপরাজিত থাকেন। তার এই বিধ্বংসী ইনিংস সত্ত্বেও ঢাকার ইনিংস থামে ২০ ওভারে ১৭৭ রানে।
রান তাড়ায় চিটাগাং কিংস শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ওপেনিং জুটিতে পারভেজ ইমন ও উসমান খান গড়েন ৫৫ রান। উসমান খান ৩৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় হাফ সেঞ্চুরি করেন। পরে গ্রাহাম ক্লার্ক ও মোহাম্মদ মিঠুন মিলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামীম পাটোয়ারী। শেষ তিন ওভারে যখন ৩৩ রান দরকার ছিল, তখন ১৮তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে দুটি বাউন্ডারি হাঁকিয়ে ১০ রান তুলে নেন। এরপর মোসাদ্দেকের ১৯তম ওভারে ১৮ রান নিয়ে চিটাগাংয়ের জয় নিশ্চিত করেন। শামীম ১৪ বলে ৩০ রানে বিধ্বংসী ইনিংস খেলেন। অন্যদিকে, মিঠুন অপরাজিত থাকেন ২২ বলে ৩৩ রান করে।
চিটাগাংয়ের হয়ে বল হাতে খালেদ আহমেদ ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। তাদের এই জয় ঢাকার জন্য আরও একবার ব্যর্থতার বৃত্তে আবদ্ধ থাকার কারণ হয়ে দাঁড়ায়।