শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আফিয়ার দৃঢ়তায় শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের পথে টাইগ্রেসরা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৫
১০:৩২ পূর্বাহ্ণ

শেষ ওভারে দরকার ৭ রান। স্নায়ু চাপ ধরে রেখে প্রথম বলেই চার হাঁকান আফিয়া আসিমা ইরা। দুই বল পর আরও একটি বাউন্ডারি দিয়ে নিশ্চিত করেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের জয়। টানা দুই পরাজয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই জয় আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে সুমাইয়া আক্তারের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রথম দুই ম্যাচেই হেরে ধাক্কা খায় টাইগ্রেসরা। তাই সিরিজে টিকে থাকতে হলে তৃতীয় ম্যাচে জয় ছিল বাধ্যতামূলক। এমন পরিস্থিতিতে অসাধারণ পারফরম্যান্স উপহার দেয় বোলাররা।

টসে জিতে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটাররা শুরু থেকেই ধুঁকতে থাকে। টাইগ্রেসদের আনিসা আক্তার সুবহা ও নিশিতা রানার তোপে শ্রীলঙ্কা নিয়মিত বিরতিতে উইকেট হারায়। টপ অর্ডার ব্যর্থ হলেও সপ্তম উইকেটে হিরুনি হানসিকা ও শশিনি গিমানির ২১ বলে ৩৬ রানের জুটিতে তারা সংগ্রহ দাঁড় করায় ১০৯ রান। টাইগ্রেসদের হয়ে আনিসা সুবহা সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় হতাশাজনক। প্রথম দুই উইকেট হারায় কোনো রান যোগ করার আগেই। এরপর ফাহমিদা ছোঁয়া ও সাদিয়া ইসলামের ৪৩ রানের জুটি দলকে টেনে তোলে। সাদিয়া ২৪ রানে আউট হলে অধিনায়ক সুমাইয়া আক্তার এগিয়ে আসেন। ছোঁয়ার সঙ্গে তার ৩৩ রানের পার্টনারশিপ দলকে জয়ের পথে রাখে।

তবে ম্যাচের নাটকীয় মুহূর্তে রানআউট হয়ে ৩৮ রানে ছোঁয়া বিদায় নিলে পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। তখনই দৃঢ়তায় আলো ছড়ান আফিয়া আসিমা ইরা। ১৮ বলে ঝড়ো ২৬ রান করে, যার মধ্যে শেষ ওভারে দুটি বাউন্ডারির মার ছিল, জয় নিশ্চিত করেন তিনি।

আজ সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে টাইগ্রেসরা। অন্যদিকে শ্রীলঙ্কার লক্ষ্য থাকবে সিরিজ নিজেদের ঘরে রাখার। এখন দেখার বিষয়, টাইগ্রেসরা তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা কতটা বজায় রাখতে পারে।