শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

জাকিরের দুর্দান্ত ইনিংসে সিলেটের প্রথম জয়

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১১, ২০২৫
১২:১৯ অপরাহ্ণ

ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেটের হয়ে ২৭ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন জাকির হাসান। তার এই অসাধারণ পারফরম্যান্সেই চলমান আসরে প্রথম জয় পায় সিলেট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকির হাসান জানালেন তার ইনিংসের সাফল্যের রহস্য। তিনি বলেন, “উইকেট ভালো ছিল। মনে হয়েছে জোনে বল পড়লে মারা যাবে। সেই পরিকল্পনা করেই খেলেছি। প্রথম ইনিংসে ওরা ব্যাটিং করার সময় উইকেট পর্যবেক্ষণ করেছি। যেসব বল জোনে পেয়েছি, সেগুলো হিট করার চেষ্টা করেছি।”

প্রথম জয়ে স্বস্তি প্রকাশ করে জাকির আরও বলেন, “এই জয় খুবই স্বস্তিদায়ক। দল একটি জয় প্রত্যাশা করছিল এবং অবশেষে আমরা তা করতে পেরেছি। দর্শকদের অকল্পনীয় সমর্থন পুরো আসরজুড়ে পেয়েছি। মাঠ সবসময় পূর্ণ ছিল, যা খুব উপভোগ করেছি। ঘরের মাঠে আরও দুটি ম্যাচ বাকি আছে। সেগুলোও জিততে পারলে দারুণ লাগবে।”

ম্যাচ জেতানো এই ইনিংসটি তিনি উৎসর্গ করেছেন সিলেটের দর্শকদের উদ্দেশ্যে। জাকির বলেন, “এই ফিফটি আমি আমাদের ভক্তদের উৎসর্গ করতে চাই। ওরা আমাদের অনেক সমর্থন করেছেন, তাই এটি তাদের জন্য।”