বিপিএলে সময়টা ভালো যাচ্ছিল না লিটন দাসের। একাদশের বাইরে থাকতে হলেও, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে ফিরে দারুণ ব্যাটিংয়ে প্রভাব রাখলেন তিনি। বিশেষ এ দিনটিতে নিজের বিপিএল ক্যারিয়ারের ১০০তম ম্যাচও খেলেছেন লিটন, যা তার জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।
ইনিংস ওপেন করতে নেমে লিটন দাস ৪৩ বলে খেলেন ৭৩ রানের অসাধারণ ইনিংস। তার ব্যাট থেকে আসে ১০টি চারের পাশাপাশি একটি ছক্কা। লিটনের এই ঝলমলে পারফরম্যান্সে ঢাকা ক্যাপিটালস তুলেছিল ১৯৩ রানের লড়াকু স্কোর। তবে সেই রানও যথেষ্ট প্রমাণ হয়নি সিলেট স্ট্রাইকার্সের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই সিলেট হারায় কর্নওয়ালকে। তবে জাকির হাসানের ঝড়ো ইনিংস সিলেটকে জয়ের পথে নিয়ে যায়। ২৭ বলে ৫৮ রানের ইনিংসে জাকির মেরেছেন ৭টি চার ও ৩টি ছক্কা।
শেষদিকে রনি তালুকদারের ২০ বলে ৩০, জাকের আলির ১৭ বলে ২৪ এবং আরিফুল হকের ১৫ বলে ২৮ রানের ছোট ছোট ক্যামিও ইনিংসে ১৮.৪ ওভারেই জয় নিশ্চিত করে সিলেট। ঢাকার হয়ে ফরমানউল্লাহ এবং শুভাম রঞ্জন ২টি করে উইকেট নিলেও সিলেটের জয়ের পথে তা বাধা হতে পারেনি।
মাইলফলকের দিনে দুর্দান্ত ব্যাটিং করেও লিটন দলের জয় নিশ্চিত করতে না পারলেও তার পারফরম্যান্স নতুন করে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।