ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে স্যাম কনস্টাস তার আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। মেলবোর্নে অভিষেক ইনিংসে ৬০ রান করে নজর কাড়েন এই ওপেনার। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিং তার জন্য সমস্যার কারণ হতে পারে।
কনস্টাসের ইনিংসে জাসপ্রিত বুমরাহের মতো বিশ্বমানের বোলারের বিপক্ষে স্কুপ, রিভার্স স্কুপ এবং র্যাম্প শট দর্শকদের মুগ্ধ করেছে। তবে পন্টিংয়ের মতে, এই শটগুলো তার ডিফেন্সে আত্মবিশ্বাসের অভাবকেই প্রকাশ করে। তিনি বলেন, “স্যাম নিজের ডিফেন্সে ভরসা করতে না পেরে ঝুঁকিপূর্ণ শট খেলেছে। তার হাতে কিছু দুর্দান্ত শট রয়েছে, তবে টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে এই ধরনের বেপরোয়া শট সবসময় কার্যকর হবে না।”
পন্টিং আরও উল্লেখ করেন যে, কনস্টাসের এমন ব্যাটিং কৌশলে ভারত যেমন বিভ্রান্ত হয়েছিল, তেমনি তার সতীর্থরাও অবাক হয়েছেন। তিনি বলেন, “মেলবোর্নে কনস্টাস যেভাবে ব্যাটিং করেছে, তাতে ভারত দ্বিধায় পড়ে গিয়েছিল। তবে আমার মনে হয় না তার সতীর্থরাও এমন ব্যাটিংয়ের জন্য প্রস্তুত ছিল। কারণ শেফিল্ড শিল্ডে সে এভাবে খেলে না।”
পন্টিং মনে করেন, কনস্টাসকে আন্তর্জাতিক পর্যায়ে টিকে থাকতে হলে ব্যাটিংয়ের মনোভাব পরিবর্তন করতে হবে। তিনি বলেন, “বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে খেলার সময় আপনাকে ডিফেন্সের ওপর আস্থা রাখতে হবে এবং চাপ সামলে রান করার উপায় বের করতে হবে।”
অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও কনস্টাসকে তার ব্যাটিং কৌশল নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন পন্টিং। কারণ টেস্ট ক্রিকেটের স্থায়িত্ব নিশ্চিত করতে রক্ষণাত্মক কৌশল অপরিহার্য বলে মনে করেন তিনি।