গত ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এক নৈশভোজে হাসিমুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে কথা বলতে দেখা গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে। আনোয়ারুজ্জামান গত আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে পলাতক আছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যাসহ গুরুতর অভিযোগ রয়েছে।
দ্য ফিন্যান্সিয়াল টাইমস সম্প্রতি একটি প্রতিবেদনে স্টারমারের সমালোচনা করে জানায়, আনোয়ারুজ্জামানের মতো একজন বিতাড়িত নেতা যিনি অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের হত্যায় অভিযুক্ত, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্টারমার। গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়লাভ করে, এবং এই নির্বাচনে আওয়ামী লীগের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশি-ব্রিটিশ ভোটারদের সমর্থন লাভের জন্য।
এ বিষয়ে ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে যোগাযোগ করা হলে আনোয়ারুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি। ইউনিভার্সিটি কলেজ, লন্ডনের সহযোগী অধ্যাপক আশরাফ হক বলেছেন, লেবার পার্টির জন্য আওয়ামী লীগের সহযোগিতা আর যথাযথ নয়, এবং দলটি ভুল ধারণায় বিভোর, কারণ এখন ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে আওয়ামী লীগের সমর্থন আগের মতো নেই।