বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের দুশ্চিন্তা, বুমরাহকে না পাওয়ার শঙ্কা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১২, ২০২৫
১০:০৪ পূর্বাহ্ণ

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য আজকের (রোববার) মধ্যে প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন। ইতোমধ্যে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দল ঘোষণা করলেও ভারত রয়েছে বড় সমস্যায়। তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে ভারতের আশঙ্কা আরও গভীর হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্রুপপর্বের ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন না।

১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট চলবে ৯ মার্চ পর্যন্ত। পাকিস্তানের তিন ভেন্যুর পাশাপাশি ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে। একই গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নিউজিল্যান্ড।

বুমরাহর ইনজুরি ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে অসাধারণ পারফরম্যান্স করে সিরিজসেরা হন তিনি। ৩২ উইকেট শিকার করে বোলিংয়ে দাপট দেখালেও সিরিজের শেষ টেস্টে পিঠের চোটে পড়েন এই পেসার। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার সেরে উঠতে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে জানা গেছে, বুমরাহ বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসনে রয়েছেন। সেখানে তার চোট পর্যবেক্ষণ ও পুনর্বাসনের কাজ চলছে। বিসিসিআই জানিয়েছে, পিঠে কোনো চিড় ধরা পড়েনি, তবে তার পূর্ণ ফিটনেস নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন। প্রস্তুতি ম্যাচ আয়োজন করে তার ফিটনেস পরীক্ষা করা হতে পারে।

ভারতীয় নির্বাচকরা স্কোয়াড চূড়ান্ত করতে বুমরাহর পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির অপেক্ষায় রয়েছেন। তবে তার গ্রুপপর্বের ম্যাচগুলোতে না থাকার সম্ভাবনা প্রবল। দলগুলো স্কোয়াড পরিবর্তনের সুযোগ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পাবে।

বুমরাহর চোট ভারতের জন্য নতুন কিছু নয়। গত দুই বছরেও চোটের কারণে তিনি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস করেছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার অনুপস্থিতি ভারতের বোলিং আক্রমণে বড় প্রভাব ফেলতে পারে।