বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুক্তরাজ্যের অভিবাসী পাচার বিরোধী নতুন পদক্ষেপ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১২, ২০২৫
১০:১১ পূর্বাহ্ণ

 

অভিবাসী পাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাজ্য সরকার নতুন নিষেধাজ্ঞা ব্যবস্থা তৈরি করবে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

ইংলিশ চ্যানেলে অভিবাসীদের অনিয়মিত প্রবাহ রোধে যুক্তরাজ্য অনেক দিন ধরে চেষ্টা করে আসছে, তবে গত বছর এই প্রবাহ আবারও বেড়ে গেছে। ২০২৪ সালে ৩৬,৮১৬ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা ২০২৩ সালের তুলনায় ২৫ শতাংশ বেশি। গত বছর চ্যানেল পার করতে গিয়ে অন্তত ৭৬ জন অভিবাসী নিহত হয়েছেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, নতুন ব্যবস্থা অবৈধ অভিবাসন এবং পাচার ঠেকাতে সহায়ক হবে। এটি হবে বিশ্বের প্রথম পদক্ষেপ, যা পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

২০২৫ সালের শেষে কার্যকর হতে যাওয়া এই ব্যবস্থা চ্যানেলে বিপজ্জনক পারাপারে জড়িত নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করবে এবং শোষক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই নেটওয়ার্কগুলোকে ‘সন্ত্রাসীদের মতো’ মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন।

নতুন পদক্ষেপের মাধ্যমে মানবপাচারের আর্থিক প্রবাহ নিয়ন্ত্রণের লক্ষ্য রয়েছে যুক্তরাজ্যের। সীমান্ত নিরাপত্তা বাড়াতে নতুন একটি কমান্ড সেন্টারও প্রতিষ্ঠিত হয়েছে, এবং ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করা হয়েছে।