বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুক্তরাজ্যের দাতব্য সংস্থায় সায়ান এফ রহমানের ভূমিকা ও বাংলাদেশে দুর্নীতির তদন্ত

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৫
১২:০০ অপরাহ্ণ

 

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক এবং শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির নানা খবরের মধ্যে এবার আলোচনায় এসেছেন হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান। তিনি যুক্তরাজ্যের তৃতীয় চার্লসের পৃষ্ঠপোষকতাধীন একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং ওই সংস্থায় আড়াই লাখ পাউন্ড দান করেছেন।

বিগত কয়েকদিনে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ সামনে আসার পর, সায়ানও নতুন করে স্পটলাইটে চলে এসেছেন। সায়ান এফ রহমান, যিনি বাংলাদেশি ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে, বর্তমানে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের আওতায় আছেন। গত বছর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করেছে।

সম্প্রতি দ্য মেইল অন সানডে জানিয়েছে, টিউলিপ সিদ্দিক এবং সায়ান এফ রহমানের পারিবারিক সম্পর্ক কয়েক দশক পুরনো। আরও বলা হয়, টিউলিপের মা শেখ রেহানা, যিনি লন্ডনে সায়ানের বিলাসবহুল বাড়িতে ভাড়া ছাড়াই অবস্থান করেন, ওই বাড়িটি সায়ানের নিয়ন্ত্রিত একটি অফশোর কোম্পানি মালিকানাধীন।

এদিকে, ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে সায়ান এফ রহমানের অবদান এবং তার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ সত্ত্বেও তার পদে কোনো পরিবর্তন আনা হয়নি। সায়ান নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে দাবি করেছেন এবং তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন।

সায়ান একসময় বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন এবং বর্তমানে তিনি ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান। এই সংস্থা দারিদ্র্য বিমোচনে কাজ করার লক্ষ্য নিয়ে কাজ করছে, যার প্রতিষ্ঠাতা তৃতীয় চার্লস।