গোড়ালির চোটে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া, মাংসপেশির সমস্যায় সিরিজে অনুপস্থিত আছেন তার সহকর্মী জশ হ্যাজেলউডও। তবে, ইনজুরি এবং পিতৃত্বকালীন ছুটির মাঝেও এই দুই ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে।
এই মুহূর্তে প্যাট কামিন্স গোড়ালির চোট নিয়ে স্ক্যান করানোর পরিকল্পনা করছেন, আর হ্যাজেলউডও মাংসপেশির সমস্যায় ভুগছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা করার সময় সিএ উভয়কে রেখেছে, যা দলে একটি বিশাল আত্মবিশ্বাসের প্রতীক বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ম্যাট শর্ট এবং অ্যারন হার্ডি, যারা প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট খেলবেন। এই দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন অ্যাডাম জাম্পা, আর পেস আক্রমণেও রয়েছে কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক এবং নাথান এলিস।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, দলে নির্বাচিত খেলোয়াড়রা অতীতের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করা হয়েছে। তিনি বলেন, “পাকিস্তানের কন্ডিশন এবং প্রতিপক্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে দলের স্কোয়াড সাজানো হয়েছে এবং টিম ম্যানেজমেন্টের হাতে বৈচিত্র্যপূর্ণ সুযোগ থাকবে।”
১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচটি খেলবে ২২ ফেব্রুয়ারি, লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।