ফুটবল ইতিহাসের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তি নবায়নের ইঙ্গিত দিয়েছেন। পর্তুগিজ গণমাধ্যম এবং সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আল-নাসরের সঙ্গে এক মৌসুমের জন্য নতুন চুক্তিতে সায় দিয়েছেন এই পর্তুগিজ যুবরাজ।
রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে গ্রীষ্মে। এরই মধ্যে আল-নাসরের সঙ্গে নতুন চুক্তিতে তার বেতন বছরে দাঁড়াবে ১৮৩ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৬৭ কোটি টাকা। এই চুক্তি অনুযায়ী রোনালদো মাসে পাবেন ১৫.২৫ মিলিয়ন ইউরো এবং দিনে ৫ লাখ ৫৫ হাজার ইউরো।
রোনালদোকে নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষ দলগুলোও আগ্রহ প্রকাশ করেছে। বিশেষত আল হিলাল তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছে, যেখানে বর্তমানে নেইমার খেলছেন। তবে আল-নাসরই তার বর্তমান ঠিকানা দীর্ঘায়িত করার দৌড়ে এগিয়ে রয়েছে।
মাঠের পারফরম্যান্সেও রোনালদো অনন্য। চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ২০ ম্যাচে ১৭ গোল করেছেন এবং দলকে গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দিয়েছেন। সৌদি প্রো লিগে পা রাখার পর থেকে তিনি ধীরে ধীরে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে অন্যতম সেরা পারফরমার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
রোনালদোর সামনে এখন আরেকটি মাইলফলক স্পর্শ করার সুযোগ। আল-নাসরের হয়ে শততম গোলের দোরগোড়ায় পৌঁছে গেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এবং জুভেন্টাসের পর আরেকটি ক্লাবের হয়ে এই মাইলফলক স্পর্শ করার লক্ষ্য পূরণে এক ধাপ এগোতে চান রোনালদো।
সৌদি আরবের মরুভূমির বুকে ফুটবলের নতুন জোয়ার ছড়িয়ে দেওয়া রোনালদো ভবিষ্যত পরিকল্পনায় কতটা সফল হন, তা নিয়ে এখন উন্মুখ ফুটবল বিশ্ব। মোটা অঙ্কের টাকার হাতছানি এবং মাঠের সফলতা তাকে আরও উজ্জ্বল করবে বলেই আশা করা হচ্ছে।