বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে উত্তাল ঢাকার ক্রিকেট অঙ্গন

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৫, ২০২৫
১০:৫৯ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনী নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে ঢাকার ক্রিকেট অঙ্গনে। ঢাকার ক্লাবগুলো একমত হয়ে ঘোষণা দিয়েছে, সংশোধনী প্রস্তাবনা প্রত্যাহার না করা হলে তারা কোনো লিগে অংশগ্রহণ করবে না। একই সঙ্গে বিসিবিকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে তারা।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সিসিডিএমের আওতাধীন ক্লাবগুলোর সংগঠকরা এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেন। সভায় ক্লাবের প্রতিনিধিরা গঠনতন্ত্র সংশোধনীর মাধ্যমে তাদের কর্তৃত্ব কমানোর প্রস্তাবের বিরোধিতা করেন।

ঢাকা ক্লাবগুলোর আপত্তি
লিজেন্ডস অব রূপগঞ্জের জয়েন্ট সেক্রেটারি আহমেদ এসএম রুবেল বলেন, “শুক্রবারের মধ্যে প্রস্তাবনার খসড়া পুনরায় তৈরি করতে হবে। এটি বাতিল না হওয়া পর্যন্ত কোনো লিগে অংশ নেবে না ক্লাবগুলো। সংশোধনী কমিটির আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ চাই।”

বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, “গঠনতন্ত্রে ক্লাবগুলোর অবদানকে অপমান করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে ১২ জন ডিরেক্টরের সংখ্যা কমিয়ে চারজন করা হয়েছে এবং কাউন্সিলরের সংখ্যা ৭৬ থেকে ৩০-এ নামানো হয়েছে। এটি ক্লাবগুলোর ভূমিকা অস্বীকারের শামিল।”

গঠনতন্ত্র সংশোধনীতে কী পরিবর্তন?
প্রস্তাবিত গঠনতন্ত্রে ঢাকার ক্লাবগুলোর ভূমিকা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পাশাপাশি বিভাগ, জেলা এবং জাতীয় ক্রীড়া পরিষদের প্রভাব বাড়ানো হচ্ছে।

  • ক্লাব ক্যাটাগরি থেকে ডিরেক্টরের সংখ্যা ১২ থেকে কমিয়ে ৪-এ নামানো হয়েছে।
  • বিভাগ ও জেলা থেকে ডিরেক্টরের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৩ করার প্রস্তাব করা হয়েছে।
  • ২৫ জন পরিচালক কমিয়ে সংখ্যা ২১ করা হবে, যার মধ্যে ১৭ জন সরকারের আস্থাভাজন হতে পারেন।

সরকারের প্রভাব বাড়ানোর অভিযোগ
নতুন গঠনতন্ত্রে ইনস্টিটিউশন ক্যাটাগরির ডিরেক্টরের সংখ্যা একজন থেকে দুজন করা হচ্ছে এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুইজন ডিরেক্টরের স্থিতি অপরিবর্তিত রয়েছে। এতে বোর্ডে সরকারের প্রভাব বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন ক্লাব সংগঠকরা।

উদ্ভূত পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ
ঢাকার ক্লাবগুলোর তিন দিনের আল্টিমেটাম এবং লিগে অংশগ্রহণ থেকে বিরত থাকার ঘোষণার প্রেক্ষাপটে বিসিবির পদক্ষেপ এখন ক্রীড়া মহলের নজরে। সংশোধনী প্রত্যাহার না করলে ক্লাবগুলোর কঠোর অবস্থান ক্রিকেটের উন্নয়ন এবং চলমান লিগের ওপর প্রভাব ফেলতে পারে।