বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আম্পায়ার হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৫, ২০২৫
১১:০৩ পূর্বাহ্ণ

 

বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি আবারও ইতিহাস গড়তে যাচ্ছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

বিশ্বকাপ মঞ্চে জেসির অভিষেক
জেসি এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে তার উপস্থিতি নজর কেড়েছিল। বিশেষ করে শ্রীলঙ্কা-ভারত ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে তাঁর দায়িত্বপালন ছিল অত্যন্ত প্রশংসনীয়। এবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর অভিষেক আরও বড় মঞ্চে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

আইসিসির আম্পায়ার প্যানেল এবং জেসির অন্তর্ভুক্তি
আইসিসি ঘোষিত প্যানেলে ২০ জন ম্যাচ কর্মকর্তা আছেন, যাদের মধ্যে ১৬ জন আম্পায়ার এবং চারজন ম্যাচ রেফারি। নেদারল্যান্ডস, ভারত, ওয়েস্ট ইন্ডিজ থেকে সর্বাধিক দুজন করে আম্পায়ার মনোনীত হলেও বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ থেকে একজন করে আম্পায়ার এই দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের গর্ব সাথিরা জাকির জেসি
জেসি শুধু একজন ক্রিকেটার হিসেবে নয়, একজন দক্ষ আম্পায়ার হিসেবেও নিজের জায়গা তৈরি করেছেন। দক্ষিণ আফ্রিকায় ২০২৩ সালে অনুষ্ঠিত প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার দ্বিতীয় আসরে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। আগামী ১৮ জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে ১৬টি দল, যার মধ্যে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ডের বিপক্ষে।

নারী ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা
সাথিরা জাকির জেসির মতো বাংলাদেশি আম্পায়ারের মেজর টুর্নামেন্টে অংশগ্রহণ দেশের নারী ক্রিকেটের জন্য নতুন অনুপ্রেরণা। তার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের নারী ক্রিকেটার এবং আম্পায়ারদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে।