২০২৪ আইপিএল এবং বিপিএল তুলনামূলকভাবে বলের দিক দিয়ে বেশ সমান হয়ে উঠেছে। আইপিএলে প্রতি ১৩ বলে একটি ছক্কা পরিলক্ষিত হলেও এবারের বিপিএলে প্রতি ১৩ দশমিক ৩৩ বলে একটি করে ছক্কা দেখা যাচ্ছে।
যদিও চারের ক্ষেত্রে বিপিএল একটু পিছিয়ে, এবারের বিপিএলে ২০ ম্যাচে ৫৭১টি চার মারার ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রতিটি ম্যাচে গড়ে ২৮টিরও বেশি চার হয়েছে। তবে আইপিএলে ২০২৪ সালে ৭৪ ম্যাচে গড়ে ২৯ দশমিক ৩৭টি বাউন্ডারি দেখা গেছে। পাকিস্তানের পিএসএল অবশ্য এই দিক থেকে একটু এগিয়ে, যেখানে গত আসরে প্রতি ম্যাচে ৩০টিরও বেশি চার মারা হয়েছিল।
এমনকি চলমান এসএ টোয়েন্টি লিগকেও পেছনে ফেলেছে বিপিএল, যেখানে চার ও ছক্কার ক্ষেত্রে রানের উৎসব আরও বেশি পরিলক্ষিত হচ্ছে। মাঠের বাইরের বিতর্ক ছাড়িয়ে মাঠের মধ্যে এমন রানের উৎসবই এবারের বিপিএলের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।