বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

চ্যাম্পিয়ন্স ট্রফির বিশেষ সাদা জ্যাকেট উন্মোচন, কৌতূহল তুঙ্গে

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৬, ২০২৫
৯:৩১ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র এক মাস আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) উন্মোচন করল বিশেষ সাদা জ্যাকেট বা ব্লেজার, যা ইতিমধ্যেই ক্রিকেটবিশ্বে কৌতূহলের জন্ম দিয়েছে। পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম এই পোশাকটি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে। বিশেষ এই জ্যাকেট চ্যাম্পিয়নদের সম্মানের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।

উন্মোচনের সময় ওয়াসিম আকরাম জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বোচ্চ মানের ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করে, আর এই জ্যাকেট বিজয়ের চূড়ান্ত মর্যাদার প্রতীক। তিনি বলেন, “প্রত্যেকটি ম্যাচ হবে উত্তেজনাপূর্ণ এবং চ্যাম্পিয়নরা তাদের ধারাবাহিক পারফরম্যান্স এবং অর্জন দিয়ে এই বিশেষ পোশাকের দাবিদার হবে।” বোঝাই যাচ্ছে, টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের পরিধানে আসবে এই অনন্য ব্লেজার।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নির্ধারণ নিয়ে গত বছরজুড়ে নাটকীয়তা চলেছে। পাকিস্তানের মাটিতে খেলতে ভারত রাজি ছিল না, অন্যদিকে আয়োজক দেশ পাকিস্তান নিজ দেশের ভেন্যুতে আসর আয়োজনের ব্যাপারে দৃঢ় ছিল। শেষপর্যন্ত দুই দেশ হাইব্রিড মডেলে একমত হয়, যেখানে পাকিস্তানের তিনটি ভেন্যুতে এবং ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে অনুষ্ঠিত হবে। চুক্তি অনুসারে, ২০২৮ সাল পর্যন্ত পাকিস্তানও ভারতের মাটিতে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট খেলবে।

আইসিসির প্রকাশিত ভিডিওটি ছিল ‘আইকনিক সাদা জ্যাকেটটি আবার ফিরে এসেছে’ শিরোনামে। ভিডিওতে পূর্ণাঙ্গ শুট পরা ওয়াসিম আকরামকে দেখানো হয়, যিনি জ্যাকেটের বিশেষত্ব তুলে ধরেন। ১ মিনিট ৫০ সেকেন্ডের এই ভিডিওতে ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপ জয়, ২০১৮ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয় এবং ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় উদ্‌যাপনের দৃশ্যগুলো উঠে এসেছে। তবে ভিডিওতে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার পারফরম্যান্সের দৃশ্য বেশি ফুটে উঠেছে, যেখানে বাংলাদেশের অংশ ছিল খুবই অল্প।

বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো এবং চ্যাম্পিয়নদের গায়ে এই বিশেষ জ্যাকেট দেখতে।