সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সুদানের সেনাপ্রধান বুরহানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৫
১০:২২ পূর্বাহ্ণ

বেসামরিক নাগরিক হত্যার অভিযোগে উত্তর আফ্রিকার দেশ সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধের দীর্ঘ ২১ মাসে সংঘটিত সহিংসতার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, জেনারেল বুরহানকে সুদানকে অস্থিতিশীল করা এবং গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করার জন্য দায়ী করা হয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘাতে সুদানের সেনাবাহিনী এবং মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বাধীন আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে।

এই সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা চালানো, এমনকি স্কুল, হাসপাতাল এবং বাজারের মতো স্থাপনাগুলোতে আঘাত হানার অভিযোগও উঠেছে।

সম্প্রতি সুদানের মধ্যাঞ্চলীয় শহর ওয়াদ মাদানিতে বেসামরিক হত্যার পরই যুক্তরাষ্ট্র বুরহানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। তবে মার্কিন বিবৃতিতে এই নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়নি।

এর আগে, আধাসামরিক বাহিনী আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগালোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আরএসএফকে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়, যা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সহিংসতায় দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে এবং লক্ষাধিক মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগেই সুদানের সেনাবাহিনীকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছিলেন। সাম্প্রতিক নিষেধাজ্ঞা সেই অবস্থানকেই আরও সুদৃঢ় করেছে। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত সংঘাতের অবসান এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।