বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইনজুরির ছায়ায় নেইমারের সৌদি অধ্যায়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৫
১০:২৪ পূর্বাহ্ণ

দেড় বছর আগে ইউরোপের নামীদামি ক্লাব ছেড়ে সৌদি আরবের আল-হিলালে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। তবে মাঠের চেয়ে ইনজুরিতে থেকেই সময় কেটেছে ব্রাজিলিয়ান তারকার। গুঞ্জন উঠেছে, তাকে ছেড়ে দিতে পারে ক্লাবটি।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছিল, আল-হিলালে নিজের সময় নিয়ে সন্তুষ্ট নন নেইমার এবং ক্লাব ছাড়তে প্রস্তুত তিনি। এমনকি সৌদি আরব থেকে মার্কিন মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল।

তবে মায়ামির নতুন কোচ জাভিয়ের মাসচেরানো স্পষ্ট করেছেন, এই মুহূর্তে নেইমারকে দলে টানার সুযোগ নেই তাদের। ফলে মেসি, সুয়ারেজ, এবং নেইমারকে ইন্টার মায়ামির জার্সিতে একত্রে দেখার স্বপ্ন আপাতত ধূলিসাৎ হলো।

মায়ামি সরে দাঁড়ালেও এমএলএস-এর অন্যান্য ক্লাব নেইমারের প্রতি আগ্রহ দেখাচ্ছে। শিকাগো ফায়ার এফসি তাদের মধ্যে অন্যতম। দল পুনর্গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক কোচ গ্রেগ বারহল্টারের নেতৃত্বে শিকাগো ফায়ার নেইমারকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে।

এছাড়া ব্রাজিলের সান্তোস, ফ্লামেঙ্গোসহ আরও কিছু ক্লাবও নেইমারকে ফেরানোর চেষ্টা করছে। এমনকি ইউরোপের বার্সেলোনা এবং আর্সেনালের মতো ক্লাবগুলোরও নেইমারের ওপর নজর রয়েছে।

নেইমারের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও তার ক্লাব পরিবর্তনের জল্পনা ফুটবল জগতে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। কোন দলে দেখা যাবে ব্রাজিলিয়ান তারকাকে, তা সময়ই বলে দেবে।