প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিয়ে মুগ্ধ নামিবিয়ার ক্রিকেটার জেপি কোটজে। টুর্নামেন্টের ব্যবস্থাপনা, ভেন্যুগুলো এবং ঢাকার ড্রেসিংরুমে কাটানো সময় নিয়ে তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আজ চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোটজে বলেন, “সিলেটের পরিবেশ দারুণ লেগেছে। ভালো মাঠ, সুন্দর পরিবেশ—সব মিলিয়ে অভিজ্ঞতা অসাধারণ। ঢাকার ভাইবও দারুণ। তিনটি ভেন্যুই বেশ উপভোগ করছি। এখন পর্যন্ত বিপিএলকে যথেষ্ট গোছানো একটি টুর্নামেন্ট মনে হয়েছে।”
বিপিএলে খেলার সুযোগকে বড় কিছু হিসেবে দেখছেন কোটজে। তার মতে, “বিশ্বজুড়ে অনেক প্রতিভা ছড়িয়ে আছে, তাদের জন্য এমন লিগগুলো বড় সুযোগ। বিভিন্ন দেশে গিয়ে লিগে খেলা এবং নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়া সত্যিই চমৎকার।”
ঢাকা ফ্র্যাঞ্চাইজির প্রশংসা করে তিনি বলেন, “এই ধরনের লিগ থেকে স্থানীয় ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারে। বাংলাদেশ এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছে। ঢাকা ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা অসাধারণ। সিইও, ম্যানেজার, সবার সঙ্গে যোগাযোগ চমৎকার। সময়মতো পারিশ্রমিক পাচ্ছি, কোনো দুশ্চিন্তা বা অভিযোগ জানানোর মতো কিছুই নেই।”
জেপি কোটজের মতে, বিপিএল কেবল প্রতিযোগিতামূলক ক্রিকেটই নয়, বরং খেলোয়াড়দের জন্য নিজেদের দক্ষতা বাড়ানোর একটি বড় মঞ্চ। তার অভিজ্ঞতা ইতিবাচক হওয়ায় তিনি ভবিষ্যতেও এমন টুর্নামেন্টে অংশ নেওয়ার আশা প্রকাশ করেছেন।