স্প্যানিশ সুপার কাপের দুঃস্মৃতি ভুলিয়ে সেলতা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ দেখিয়েছে দারুণ প্রত্যাবর্তনের উদাহরণ। অতিরিক্ত সময়ে তিন গোল করে সান্তিয়াগো বার্নাব্যুতে ৫-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।
বৃহস্পতিবার রাতে শুরুতেই রিয়াল মাদ্রিদের আক্রমণ ছিল চোখে পড়ার মতো। ম্যাচের ৩৭তম মিনিটে কিলিয়ান এমবাপে প্রতি-আক্রমণ থেকে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। ডি-বক্সে ঢুকে পায়ের কারিকুরিতে প্রতিপক্ষকে পরাস্ত করে জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল ব্যবধান বাড়ায় ভিনিসিয়ুস জুনিয়রের গোলে। দিয়াসের নিখুঁত পাস পেয়ে ৪৮তম মিনিটে সহজেই গোলটি করেন তিনি।
তবে ম্যাচে নাটকীয়তার সূচনা হয় ৮৩তম মিনিটে। ফরাসি মিডফিল্ডার কামাভিঙ্গার ভুল পাসে সেলতা ভিগোর পাবলো দুরান বাম্বাকে বল দেন, যিনি ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান কমান।
যোগ করা সময়ে রাউল আসেন্সিওর ফাউলে সেলতা পায় একটি পেনাল্টি। সফল স্পট কিকে আলোনসো ম্যাচে সমতা ফেরান।
অতিরিক্ত সময়ে রিয়াল মাদ্রিদ আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ১০৪তম মিনিটে এন্দ্রিকের দুর্দান্ত শটে এগিয়ে যায় দল। এরপর ১১২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে ফেদেরিকো ভালভার্দে ব্যবধান বাড়ান। ম্যাচের শেষ মুহূর্তে আবারও এন্দ্রিক গোল করে রিয়ালকে ৫-২ ব্যবধানে জয় এনে দেন।
এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ কেবল সেলতার বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন পয়েন্টই অর্জন করেনি, বরং নিজেদের সাম্প্রতিক ফর্মেও আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে।