বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

পারিবারিক কারণে বিসিবির সহকারী কোচের পদ ছাড়লেন নিক পোথাস

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৫
১০:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহকারী কোচ নিক পোথাস পারিবারিক কারণ দেখিয়ে তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগেই চাকরি ছাড়লেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

নিজের ফেসবুক পোস্টে চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে পোথাস লেখেন, “সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি এবং দারুণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।”

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ প্রকাশ করেন পোথাস। তিনি লেখেন, “বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ একটি বছর অপেক্ষা করছে। দলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।”

২০২৩ সালে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন নিক পোথাস। এর আগে তিনি ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কার প্রধান কোচ এবং ২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে তিনি সহকারী কোচ ছাড়াও ফিল্ডিং কোচ হিসেবে ভূমিকা রেখেছেন।

নিক পোথাসের বিদায়ে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সামনের গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে বিসিবি নতুন কোচ নিয়োগ দিতে কত দ্রুত ব্যবস্থা নেয়, তা এখন দেখার বিষয়।