ম্যানচেস্টার সিটির সঙ্গে তার সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী করলেন আর্লিং হালান্ড। নরওয়ের এই তারকা স্ট্রাইকার ইংলিশ ক্লাবটির সঙ্গে সাড়ে ৯ বছরের একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। ২০৩৪ সাল পর্যন্ত সিটির জার্সিতেই খেলবেন তিনি।
হালান্ডের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত, কিন্তু নতুন চুক্তির মাধ্যমে তা আরও ৭ বছর বাড়ানো হয়েছে। তবে এই চুক্তির আর্থিক বিবরণী প্রকাশ করা হয়নি।
নতুন চুক্তি প্রসঙ্গে হালান্ড বলেন, “আমি সত্যিই খুশি যে নতুন চুক্তি করেছি। ম্যানচেস্টার সিটি একটি বিশেষ ক্লাব এবং এখানে আমি আরও সময় কাটাতে চাই। এখানে রয়েছে অসাধারণ মানুষ এবং দারুণ সমর্থক। এই ক্লাবের পরিবেশ এমন যে, এটা আমাকে সেরাটা দিতে সাহায্য করে।”
কোচ পেপ গার্দিওয়ালা, তার কোচিং স্টাফ এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হালান্ড বলেন, “এদের সাহায্য ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। আমি আশা করি, ভবিষ্যতে আরও ভালো করব এবং ক্লাবের সাফল্যে অবদান রাখতে পারব।”
গার্দিওয়ালা হালান্ডের নতুন চুক্তি প্রসঙ্গে বলেন, “এটা আমাদের জন্য অত্যন্ত ভালো খবর। এমন একটি খেলোয়াড়ের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করা, যিনি আগেও কখনও এমন সিদ্ধান্ত নেননি, ক্লাবের জন্য এটি দারুণ এক মুহূর্ত।”