বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নানা পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছিল, বিশেষ করে দেশে রাজনৈতিক ও ক্রিকেট বোর্ডের শীর্ষ নেতৃত্বের পরিবর্তনের পর। বিসিবি বিপিএলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছিল, তবে আসরের মাঝপথে এসে নতুন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যার সৃষ্টি হয়েছে। এবারও এই সমস্যা সমাধান করতে পারেনি বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্ব পুরনো হলেও, বিপিএল গভর্নিং কাউন্সিল যদি সঠিক নিয়মের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আসতে পারত, তাহলে ক্রিকেটারদের জন্য এই সমস্যা সৃষ্টি হত না।
বিশেষ করে, দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিকের কারণে অনুশীলনও বর্জন করেছিলেন, যা গণমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এ বিষয়ে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, “আমরা সবাই এসব কারণে বিব্রত। শুধু ক্রিকেট বোর্ডই নয়, পুরো ক্রিকেট সম্প্রদায় এই পরিস্থিতি নিয়ে বিব্রত।”
ফাহিম আরও বলেন, “এগুলো আমাদের জন্য একটি শিক্ষা, এবং আশা করি ভবিষ্যতে এগুলো সঠিকভাবে মোকাবেলা করব। অনেক কাজ ছিল, যেগুলো হয়তো আমরা সময়মতো করতে পারিনি। তবে এই চাপে থেকে শিক্ষা নেওয়া হবে, এবং ভবিষ্যতে আমরা এই শিক্ষা কাজে লাগাব।”