বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিপিএলে ক্রিকেটারদের চুক্তি না পাওয়া নিয়ে বিসিবির বিব্রতকর পরিস্থিতি

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২৫
১১:৩১ পূর্বাহ্ণ

গত শুক্রবার প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত কোনো ক্রিকেটারই ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আনুষ্ঠানিক চুক্তিপত্র পাননি। এই চুক্তিপত্র সাধারণত বিপিএল গভর্নিং কাউন্সিল প্রদান করে থাকে। তবে বিস্ময়করভাবে, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিমও বিষয়টি সম্পর্কে অবগত নন।

বিপিএলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছিল বিসিবি, তবে আসরের মাঝপথে এসে নতুন পরিকল্পনা এবং তার বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে। ক্রিকেটারদের চুক্তিপত্র না পাওয়ার বিষয়টি নিয়ে ফাহিমের মতামত জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানান, “না, আমি এই ব্যাপারে অবগত নই।”

এ সময়, গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে ফাহিমের এই অবহেলার বিষয়ে প্রশ্ন করা হলে, পাশে থাকা বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু জানান, “যখন আমরা বিষয়টি জানতে পেরেছি, তখন ক্রিকেট বোর্ড এবং প্রেসিডেন্টসহ সকলে রাজশাহীর সমস্যা সমাধানে এগিয়ে এসেছে।”

মিঠু আরও বলেন, “যদি পারিশ্রমিক নিয়ে কোনো ক্রিকেটার অভিযোগ করেন, তবে বিসিবি ব্যবস্থা নেবে। আমরা বিষয়টি এড্রেস করতে প্রস্তুত।”

ফাহিমও একই সুরে বলেন, “যখন কোনো পারিশ্রমিক সমস্যা হবে, আমাদের কাছে আসবে। রাজশাহীর সমস্যা আমাদের কানে এসেছে, এবং আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। অন্যদের ক্ষেত্রেও যদি এমন সমস্যা থাকে, তাহলে আমরা সমাধান করব।”

এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে বিসিবি প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছে না বলেও জানান ফাহিম। তিনি বলেন, “আমাদের প্রত্যাশা ছিল যে, এই বিপিএলকে সেরা করে তুলব। আশা করেছিলাম যারা এতে অংশগ্রহণ করবেন, তারা নিজেদের দায়িত্ব পালন করবেন। তবে কিছু জায়গায় আমরা সেটি দেখতে পাইনি। তবে বাকি সময়ের মধ্যে আমরা চেষ্টা করব, যেন পারিশ্রমিক বা অন্যান্য বিষয়গুলো আরও ভালোভাবে পরিচালিত হয়।”