চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রীতিমতো দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে অপরাজিত অবস্থায় সবার আগে প্লে অফে পৌঁছে গেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন এই দল।
আসরে ৮টি ম্যাচে অংশ নিয়ে প্রতিটি ম্যাচে জয় লাভ করেছে রংপুর। ৮টি ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে তারা প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে।
রংপুরের বিপিএল অভিযান শুরু হয়েছিল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। ঢাকার ঘরের মাঠে ৪০ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে দলটি নিজেদের শক্তি প্রদর্শন করে। পরবর্তীতে সিলেট স্ট্রাইকার্সকে ৩৯ রানে হারিয়ে তাদের জয়যাত্রা অব্যাহত রাখে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ৩০ বল ও ৮ উইকেট হাতে রেখে দাপুটে এক জয় তুলে নিয়ে তাদের জয়রথের আরেকটি ধাপ পার করে রংপুর। এরপর ফিরতি ম্যাচে সিলেট, ঢাকা এবং বরিশালকে পরাজিত করে দলটি ধারাবাহিকভাবে জয় পেয়ে যায়।
এছাড়া খুলনা টাইগার্সের বিপক্ষে জমজমাট লড়াইয়ের পর ৮ রানের জয় নিয়ে আরও একটি জয় নিশ্চিত করে রংপুর। গতকাল চিটাগাং কিংসকে ৩৩ রানে হারিয়ে অপরাজিত অবস্থায় প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করে সোহানের দল।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল, যারা ৬ ম্যাচে ৮ পয়েন্ট অর্জন করেছে। একই সংখ্যক ম্যাচ খেলে চট্টগ্রামও ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। এরপর যথাক্রমে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস অবস্থান করছে।