যুক্তরাষ্ট্রের সিনেট সর্বসম্মতিক্রমে মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে। কট্টর ইসরায়েলপন্থি এবং চীনবিরোধী অবস্থানের জন্য পরিচিত রুবিও এ দায়িত্ব পেয়ে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা রুবিও ডেমোক্র্যাটদের কাছেও প্রশংসিত।
সিএনএন জানিয়েছে, ৯৯ জন সিনেটরের সবাই তার পক্ষে ভোট দিয়েছেন, যা তার প্রতি ব্যাপক সমর্থনের পরিচায়ক। এমনকি ডেমোক্র্যাটদের অনেকেই তাকে যোগ্য মনে করেন এবং এই পদে তার নিয়োগকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন।
২০১১ সাল থেকে ফ্লোরিডার সিনেটর হিসেবে কাজ করা রুবিও প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্পের সমালোচক ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে, যার ফলস্বরূপ তিনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
রুবিওর পূর্বসূরি অ্যান্টনি ব্লিঙ্কেন, যিনি বাইডেন প্রশাসনের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, শেষ দিকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে সমর্থন দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন। তার বিরুদ্ধে সাংবাদিকদের অভিযোগ এবং সমালোচনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেষ অধ্যায়টিকে বিতর্কিত করে তোলে। রুবিওর নিয়োগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে নতুন দৃষ্টিভঙ্গি আসবে বলে অনেকে আশা করছেন।