বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

তাসকিনের অধিনায়কত্বে হতাশাজনক শুরু, চিটাগাংয়ের কাছে বড় হার রাজশাহীর

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
৯:৩৮ পূর্বাহ্ণ

আসরের মাঝপথে নেতৃত্বের দায়িত্ব নেওয়া তাসকিন আহমেদের অধীনে রাজশাহীর শুরুটা হলো দুঃস্বপ্নময়। চিটাগাং কিংসের বিপক্ষে ১৯২ রানের লক্ষ্য তাড়ায় তারা ১৪.২ ওভারে মাত্র ৮৪ রানেই গুটিয়ে যায়। ১১১ রানের বিশাল ব্যবধানে হেরে যায় তাসকিনের দল।

ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করে চিটাগাং নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৯১ রান। তাদের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওপেনার নাঈম শেখ, যিনি ৩৬ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক, যার ২৮ বলে ৪৫ রানের ইনিংস চিটাগাংকে মজবুত অবস্থানে নিয়ে যায়। পরে মোহাম্মদ মিঠুনের ৩২ ও হায়দার আলীর ২৫ রানে চিটাগাংয়ের রান গিয়ে দাঁড়ায় ১৯১-এ।

লক্ষ্য তাড়ায় নামা রাজশাহীর ব্যাটিং ছিল সম্পূর্ণ ব্যর্থ। মোহাম্মদ হারিস, জিসান আলম এবং ইয়াসির রাব্বি সবাই দ্রুত বিদায় নেন। ইনজুরির কারণে রায়ান বার্ল মাঠ ছাড়ার পর দলটি আর লড়াই করার অবস্থায় ছিল না। ৮০ রানে থেমে যায় তাদের ইনিংস।

এই জয়ে চিটাগাং কিংস পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে, তামিম ইকবালের ফরচুন বরিশালকে পেছনে ফেলে। বিপরীতে, রাজশাহীর জন্য এটি ছিল হতাশাজনক এক রাত, বিশেষ করে তাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদের জন্য, যিনি নেতৃত্বের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হার দেখলেন।