চলমান বিপিএলে বল হাতে দারুণ ছন্দে আছেন তাসকিন আহমেদ। রাজশাহী দলে অধিনায়কের দায়িত্ব নেওয়ার পরেও নিজের ফর্ম ধরে রেখেছেন তিনি। তবে পিএসএল ড্রাফটে দল না পাওয়া নিয়ে কোনো হতাশা নেই তার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিন স্পষ্ট করেই বলেছেন, সুযোগ পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু হবে।
তাসকিন বলেন, ‘পিএসএলে দল না পাওয়া নিয়ে আপসেট হওয়ার কিছু নেই। জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারলে এবং যেখানে খেলি সেখানেই পারফর্ম করতে পারলে সামনে অনেক সুযোগ আসবে। এর আগে তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। এটা যদি হতাশার কিছু হয়, তাহলে তো গলায় দড়ি দিয়ে মরতে হতো। তকদিরে যা আছে, সামনে ভালো কিছু আসবেই ইনশাআল্লাহ।’
রাজশাহীর অধিনায়কত্বের প্রথম ম্যাচে তাসকিনের দল চিটাগাং কিংসের কাছে ১১১ রানের বড় ব্যবধানে হারে। ম্যাচ সম্পর্কে তিনি বলেন, ‘শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু ৫টা ক্যাচ মিস হওয়ার কারণে প্রতিপক্ষের স্কোর ১৯০-এর জায়গায় ১৬০-১৭০ হতে পারত। সব মিলিয়ে খারাপ দিন গেছে। তবে গুরুত্বপূর্ণ হলো, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করতে পারব।’
আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে তাসকিন বলেন, ‘এখন পর্যন্ত ডিরেক্ট কোনো যোগাযোগ হয়নি। তবে যদি কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়ে, তখন ডাক পেতে পারি। সবকিছু এজেন্টের মাধ্যমেই হয়।’
তাসকিনের বাবা একবার বলেছিলেন, তিনি তার ছেলেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখতে চান। এ প্রসঙ্গে তাসকিন সরাসরি কিছু বলেননি। তার কথায়, ‘আমার ইচ্ছা বাংলাদেশের হয়ে লম্বা সময় ধরে ভালো খেলা।’
দলের পারফরম্যান্স ওঠানামা করলেও তাসকিনের স্থির মনোভাব এবং মাঠে তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্স তাকে ভবিষ্যতের জন্য আরও সম্ভাবনাময় করে তুলছে।