বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সশস্ত্র বাহিনীর ছয় সদস্যের প্রতিনিধি দলের পাকিস্তান সফর

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
৯:৪৮ পূর্বাহ্ণ

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তান সফর করেছেন। ১৩ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এই সফরে প্রতিনিধি দলটি পাকিস্তানের তিন বাহিনী প্রধানসহ উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সোমবার (২০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, এই বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রতিনিধি দলটি পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন এবং দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় করেন। এই সফর দুই দেশের সামরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।