আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু এলাকায় দুপুর পর্যন্ত এই অবস্থা স্থায়ী হতে পারে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পাঁচ দিনের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তাই শীতকালীন আবহাওয়ার জন্য প্রস্তুত থাকার পাশাপাশি কুয়াশা জনিত সমস্যাগুলো এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।