বিগত আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক নারী ও শিশুদের ভয়ংকর নির্যাতনের ঘটনা প্রকাশ পেয়েছে গুম সংক্রান্ত কমিশনের তদন্তে। কমিশন জানিয়েছে, গর্ভবতী নারীদের গুমের শিকার হওয়ার পাশাপাশি অনেক মা ও শিশু এখনও নিখোঁজ রয়েছেন।
কমিশনের প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, নারীদের জোরপূর্বক গুম করার নানা তথ্য উঠে এসেছে, যেখানে অনেক নারী তাদের সন্তানদের সঙ্গে নিখোঁজ হয়েছেন। গর্ভবতী অবস্থায় এক নারী এক মাস ধরে আটক ছিলেন এবং তার সন্তানদেরও বন্দি করা হয়েছিল। এই ঘটনায় শিশুদের ওপর মানসিক নির্যাতন সহ নানা ভয়াবহ নির্যাতনের চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক নারী ও তার মেয়ে আটক হওয়ার পর নির্যাতিত হয়ে মা নিখোঁজ হন। মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে সেই নির্যাতনের স্থান চিহ্নিত করতে সক্ষম হন। আরও উল্লেখযোগ্য ঘটনা হল, এক পুরুষ ভুক্তভোগী তার স্ত্রীর সঙ্গে ঘটনার কথা শেয়ার করেন, যেখানে তার নবজাতক শিশুকে দুধ খাওয়ার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি, যা মানসিক নির্যাতনের একটি অংশ ছিল।
এছাড়া, বিভিন্ন সময় মা ও শিশুকে আটক করে নির্যাতন চালানোর ঘটনা ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যাপকভাবে ঘটে। গুম সংক্রান্ত কমিশন এই বিষয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে এবং কিছু সাক্ষাৎকার প্রকাশ করেছে, যেখানে ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।