বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি কার্যক্রমে ৫% মুক্তিযোদ্ধা কোটা প্রযোজ্য থাকবে

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
৯:৫৬ পূর্বাহ্ণ

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি কার্যক্রমে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা থাকবে, যা শুধুমাত্র মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে, তাদের নাতি-নাতনি বা অন্য কারো জন্য প্রযোজ্য হবে না।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন সোমবার (২০ জানুয়ারি) এই বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯৩ জন প্রার্থী ইতোমধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এবং এদের কাগজপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে।

মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত ২৬৯টি আসনের মধ্যে ৭৬টি আসন ইতোমধ্যে মেধা তালিকা থেকে পূর্ণ করা হয়েছে। যাচাই-বাছাই প্রক্রিয়ায় কোনো ভুল বা অসত্য তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি বাতিল হবে এবং মেধা তালিকা থেকে শূন্য আসন পূর্ণ করা হবে।

এছাড়া, যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ১৯৩ জনের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।