বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহার করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
১০:০০ পূর্বাহ্ণ

জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে তিনি এ সিদ্ধান্ত নেন এবং এই সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের জন্য দ্রুত পদক্ষেপ নেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটি দেশটির অবস্থানকে দুর্বল করবে এবং পরবর্তী মহামারির বিরুদ্ধে লড়াই আরও কঠিন করে তুলবে।

ট্রাম্প তার নির্বাহী আদেশে ডব্লিউএইচও’র “কোভিড-১৯ মহামারির ভুল ব্যবস্থাপনা” এবং সংস্থাটির “জরুরিভাবে প্রয়োজন এমন সংস্কারে ব্যর্থতা” ইস্যু তুলে ধরেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ডব্লিউএইচও’র “অন্যায়ভাবে বেশি অর্থপ্রদানের” দাবি এবং চীনের পক্ষ থেকে কম অর্থ প্রদানের বিষয়েও অভিযোগ করেছেন।

এটি ছিল ২০২০ সালের জুলাই মাসের পরবর্তী পদক্ষেপ, যখন ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন এবং যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ করার হুমকি দেন।

এছাড়া, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসার আদেশে স্বাক্ষর করেন এবং বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন।