বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সুন্দরবনে একসঙ্গে তিনটি বাঘের লড়াই, পর্যটকদের মধ্যে চাঞ্চল্য

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
১০:২৪ পূর্বাহ্ণ

সুন্দরবনের রহস্যময় বাঘের দেখা পাওয়া একটি বিরল দৃশ্য হলেও সম্প্রতি পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যে একসঙ্গে তিনটি বাঘের দেখা পাওয়ার ঘটনা পর্যটকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এসব বাঘের মধ্যে দুটি বাঘ অপর একটি বাঘকে আক্রমণ করে নদীতে ফেলে দেয়, এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সুন্দরবনের বাঘের সংখ্যা বৃদ্ধি ও তাদের অস্বাভাবিক আচরণের বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (২০ জানুয়ারি) দুপুরে পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে এ ঘটনা ঘটে। পর্যটকবাহী লঞ্চ এমভি আলাস্কার গাইড মো. আলামিন জানান, তারা কটকার বেতমোড় খালের কাছে আসার পর তিনটি বাঘের উপস্থিতি দেখতে পান। তিনটি বাঘের মধ্যে দুটি পুরুষ ও একটি বাঘিনী ছিল। দুটি পুরুষ বাঘ একত্রিত হয়ে অপর একটি বাঘকে আক্রমণ করে নদীতে ফেলে দেয়। নদীতে পড়ে যাওয়া বাঘটি কিছুক্ষণ পানিতে ভেসে থাকার পর সাতরে বনের মধ্যে পালিয়ে যায়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েবুর রহমান সুমন বলেন, কিছুদিন আগে তিনি নিজেও কটকার বাদামতলা এলাকায় এক সঙ্গে চারটি বাঘ দেখতে পেয়েছিলেন। তিনি জানান, চোরা শিকারীর সংখ্যা কমে যাওয়ার কারণে এবং বাঘ তার সুস্থ আবাসস্থল ফিরে পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।