বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারত থেকে শেখ হাসিনাকে বের করে দেওয়ার দাবি শিব সেনার এমপি সঞ্জয় রাউতের

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
১০:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার দাবি করেছেন শিব সেনার এমপি সঞ্জয় রাউত। তিনি একে ভারতের নিরাপত্তা এবং সবার স্বার্থে জরুরি বলে উল্লেখ করেছেন। এই দাবি তুলেছেন সাঈফ আলি খানকে ছুরিকাঘাত করার ঘটনায় এক বাংলাদেশির সংশ্লিষ্টতা প্রকাশিত হওয়ার পর। রাউত বলেছেন, সব বাংলাদেশিকে ভারত থেকে ফেরত পাঠাতে হবে এবং এর শুরুটা শেখ হাসিনা থেকেই হওয়া উচিত।

সাঈফ আলি খানকে ছুরিকাঘাতের ঘটনায় মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদের নাম উঠে আসার পর, রাউত এই মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, যদি হামলাকারী বাংলাদেশি হন, তবে এর জন্য ভারতের কেন্দ্রীয় সরকার দায়ী। রাউত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন এবং বলেন, বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দিয়ে।

শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারত চলে যান। এরপর থেকে তিনি দিল্লির একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চাইলেও ভারতের সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েনের মধ্যে সঞ্জয় রাউতের এই বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।