যশোরের মনিরামপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ ছিনতাইয়ের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী ও তার মাছ বিক্রির ঘটনায় বিএনপির দুই কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) রাতে যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জানানো হয়। বহিষ্কার করা হয় মনিরামপুর উপজেলার ১৬নং নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব হোসেনকে।
এ ঘটনায় নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান জানান, জামায়াত নেতা মাওলানা লিয়াকত আলীর মাছ ছিনতাইয়ের ঘটনা শোনার পর তারা দ্রুত তৎপর হয়ে সিসিটিভি ফুটেজ দেখে মাহবুব ও রাজিবকে চিহ্নিত করেন। পরে তাদের কাছ থেকে মাছ বিক্রির ৯১ হাজার টাকার মধ্যে ৮৯ হাজার টাকা উদ্ধার করে লিয়াকত আলীর কাছে ফেরত দেওয়া হয়।
গত ১৮ জানুয়ারি, মাওলানা লিয়াকত আলীর ঘের থেকে মাছ চুরি করে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। অভিযুক্তরা ওই মাছকে লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ মনে করে ৯১ হাজার টাকায় বিক্রি করে। পরে মাওলানা লিয়াকত আলী বিষয়টি জানালে বিএনপি নেতারা ব্যবস্থা গ্রহণ করেন।