বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

রায়পুরে ১৩০০ একর জমি দখলে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
১১:০৬ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ১৩০০ একর চরের জমি দখল করতে বিএনপি নেতারা জোট বেঁধে নেমেছেন বলে অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতারা এসব জমি দখল করে চাষাবাদ করতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে তারা জোরপূর্বক জমি দখল করে লাল পতাকা টানিয়েছেন।

এ ঘটনায় সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কৃষকরা প্রতিবাদ সমাবেশে অংশ নেন। রায়পুর বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়। আন্দোলনকারীরা ‘দলিল যার, জমি তার’ স্লোগান দিয়ে দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সমাবেশে কৃষকরা অভিযোগ করেন, রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, মোবারক আলী, বাদশা গাজী, হারুনুর রশিদ হাওলাদারসহ অন্য নেতারা জমি দখলে জড়িত। তারা চরের জমি দখল করে কৃষকদের মারধরসহ নানা ধরনের হুমকি দিচ্ছেন।

এই জমিগুলোর মালিকানা নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, লক্ষ্মীপুর ভূমি কমিশন ও জেলা প্রশাসকের আদেশ রয়েছে। তবুও কিছু স্থানীয় নেতা কৃষকদের জমি দখল করে তাদের সঙ্গে নির্যাতনমূলক আচরণ করছেন।

এদিকে, এই জমি দখল ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং হামলার ঘটনাও ঘটেছে। ফলস্বরূপ, স্থানীয় বিএনপি সংগঠনের কিছু কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং একজন যুবদল নেতা বহিষ্কারও হয়েছেন।

এ বিষয়ে রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী ও বাদশা গাজী দাবি করেন, তারা জমি দখলের সঙ্গে জড়িত নন এবং এসব অভিযোগ মিথ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান জানান, তিনি বিষয়টি তদন্ত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।