বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫
৮ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চান, জানালেন ট্রাম্প

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
১১:২৭ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চুক্তির ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শপথ গ্রহণের পর সোমবার (২০ জানুয়ারি) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ট্রাম্প এর আগে বলেছিলেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি সেটি করতে চেয়েছিলেন।

তারই ধারাবাহিকতায় তাকে তার প্রতিশ্রুতি নিয়ে জিজ্ঞেস করেন সাংবাদিকেরা। তার উত্তরে তিনি বলেন আচ্ছা এটি দিনের অর্ধেক। দিনের বাকি অর্ধেক এখনও বাকি রয়েছে। দেখা যাক কী হয়।

সাংবাদিকদের বলেন তিনি মনে করেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান। প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন বেশিরভাগ মানুষ মনে করেছিলো যে এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে আমি মনে করি তিনি (জেলেনস্কি) এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি।

এদিকে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের মতো বড়ধরনের পদক্ষেপও নিয়েছেন তিনি।