জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম বিশেষত বিদেশগামী ও জরুরি প্রয়োজনে থাকা নাগরিকদের জন্য অব্যাহত রাখতে নির্বাচন কমিশন (ইসি) মাঠ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে।
ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, খসড়া ভোটার তালিকা প্রকাশ, সংশোধনী কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি বিদেশগামী বা অতি জরুরি প্রয়োজনে থাকা ব্যক্তিদের নতুন ভোটার নিবন্ধন ও সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
নির্দেশনায় বলা হয়, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রের সংশোধন, নতুন নিবন্ধন এবং আপলোড কার্যক্রম নিয়মিত রাখার জন্য সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। এতে উল্লেখ করা হয়, খসড়া তালিকা সংশোধন কার্যক্রম চলমান থাকা সত্ত্বেও জরুরি প্রয়োজনে এনআইডি সেবা নিশ্চিত করতে হবে।
এ সেবা কার্যক্রমে কোনো প্রকার বিলম্ব বা বিঘ্ন না ঘটিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।