কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালানোর পর এখনো ধরা পড়েননি। তার বিরুদ্ধে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হলেও ধারণা করা হচ্ছে, তিনি ইতোমধ্যেই ভারতে পালিয়ে গেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কথা জানান। তিনি বলেন, পুলিশ শাহ আলমকে ছেড়ে দেয়নি; বরং দায়িত্বে অবহেলার কারণে দুজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
সাবেক ওসি শাহ আলমকে গত ৮ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। ৯ জানুয়ারি আদালতে নেওয়ার প্রক্রিয়া চলাকালীন তিনি থানার ওসির কক্ষ থেকে পালিয়ে যান। অভিযোগ রয়েছে, তাকে হাজতখানায় না রেখে বিশেষ ব্যবস্থায় ওসির কক্ষে রাখা হয়েছিল, যা পালানোর সুযোগ তৈরি করে।
ডিএমপি কমিশনার বলেন, “একটু সহানুভূতির কারণে তাকে হাজতে না রেখে ওসির কক্ষে রাখা হয়েছিল। এতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অসতর্কতায় তিনি পালাতে সক্ষম হন। আমরা তাকে ধরার সর্বোচ্চ চেষ্টা করছি। তবে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো ভারত বা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন।”
এই ঘটনায় সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের বিভিন্ন ইউনিট তাকে খুঁজে বের করতে অভিযান চালালেও এখনো কোনো সাফল্য মেলেনি। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও অভিযানের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে ডিএমপি কমিশনার জানিয়েছেন।