বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫
৮ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

টিকা সংকটে অবরোধ করা প্রবাসীরা সরে গেছেন, যান চলাচল স্বাভাবিক

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
৩:৩১ অপরাহ্ণ

 

রাজধানীর পান্থপথ এলাকায় টিকা না পেয়ে সড়ক অবরোধ করা প্রায় ৩০০ জন প্রবাসী ও ওমরাহ যাত্রী অবশেষে আন্দোলন থেকে সরে গেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় স্কয়ার হাসপাতালের সামনে তারা বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় আন্দোলনকারীরা সরে যাওয়ার পর ওই এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম জানিয়েছেন, প্রবাসীরা স্কয়ার হাসপাতালে টিকা নিতে এসেছিলেন। পরে তারা জানতে পারেন, তাদের ক্ষেত্রে টিকা বাধ্যতামূলক নয়। এ কারণে তারা চলে যান। তবে টিকা না পেয়ে ক্ষুব্ধ ওমরাহ যাত্রীরা এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান করছেন।

টিকা সংকট নিয়ে স্কয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. ফয়সাল জামান বলেন, “আমাদের কাছে বর্তমানে কোনো টিকা নেই। যা ছিল তা গতকালই দেওয়া হয়েছে। রেডিয়েন্ট ফার্মা জানিয়েছে, নতুন করে টিকা আমদানিতে ১০-১৫ দিন সময় লাগবে। আমাদের কিছুই করার নেই।”

এ সংকটের মূল কারণ সৌদি আরব সরকারের নতুন নির্দেশনা, যা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি থেকে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে এই নির্দেশনা এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়।

টিকা সংকটের কারণে প্রবাসী ও ওমরাহ যাত্রীদের ভোগান্তি চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।