যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানায় ইতালিতে গ্রেপ্তার হয়েছেন লিবিয়ার বিচার বিভাগীয় পুলিশের প্রধান ওসামা নাজিম। উত্তর আফ্রিকার দেশটির রাজধানী ত্রিপোলির মিটিগা আটক কেন্দ্রের সাবেক পরিচালক নাজিমকে গত রোববার ইতালির তুরিন শহরের একটি হোটেল থেকে আটক করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক বন্দিরা নাজিমের বিরুদ্ধে মিটিগা কেন্দ্রে নিত্যনৈমিত্তিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করেছেন। জাতিসংঘ ২০২২ সালে লিবিয়ায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছিল বলে জানিয়েছে।
ইতালির সংবাদপত্র লা রিপাব্লিকা জানায়, ইন্টারপোলের তথ্যের ভিত্তিতে নাজিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি লিবিয়ার আরও কয়েকজন নাগরিকের সঙ্গে একটি স্টেডিয়ামে যাওয়ার পরিকল্পনা করছিলেন। ইতালীয় দাতব্য সংস্থা মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস জানায়, আইসিসির দীর্ঘ তদন্তের পর ভুক্তভোগীদের অভিযোগ এবং সাক্ষ্যের ভিত্তিতে নাজিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
লিবিয়া ও ইতালির মধ্যে থাকা চুক্তি নিয়েও সমালোচনা করেছে মেডিটেরানিয়া। ওই চুক্তির অধীনে ইতালি লিবিয়ার কোস্টগার্ডকে প্রশিক্ষণ ও তহবিল দিয়ে অভিবাসী নৌকাগুলো আটকানোর কাজে সহায়তা করে। তবে এই চুক্তির মাধ্যমে লিবিয়ায় মানবাধিকার লঙ্ঘনের মাত্রা আরও বেড়েছে বলে দাবি মানবাধিকার সংস্থাগুলোর।
নাজিমের মামলাটি ইতালির বিচার মন্ত্রণালয় এবং রোমের আপিল আদালতে পাঠানো হয়েছে। তবে আইসিসির মুখপাত্র এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেননি।