বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫
৮ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিগ ব্যাশ ফাইনালে হোবার্ট হারিকেন্স, অভিনন্দন জানালেন রিশাদ হোসেন

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৫
১০:৫৪ পূর্বাহ্ণ

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসা বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন এবার নিজের ব্যর্থতার আক্ষেপ সঙ্গী করেই বিগ ব্যাশের ফাইনালে ওঠা হোবার্ট হারিকেন্সকে অভিনন্দন জানিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি লিগটির এবারের আসরে হোবার্ট তাকে দলে টানলেও, বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় রিশাদের মাঠে নামা সম্ভব হয়নি।

গত মঙ্গলবার কোয়ালিফায়ারে সিডনি সিক্সার্সের বিপক্ষে হোবার্ট ১২ রানের জয় তুলে নেয়। ব্যাটিংয়ে বেন ম্যাকডারমট, কেলেব জুয়েল এবং মিচেল ওয়েনের কার্যকর ইনিংসে তারা ২০ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে। জবাবে, সিডনি ১৬১ রানেই থেমে যায়। হোবার্টের পেসার রাইলি মেরেডিথ দুর্দান্ত গতিতে বল করে ২ উইকেট তুলে নেন।

হোবার্টের হয়ে না খেলতে পারার আক্ষেপ থাকলেও, রিশাদ তাদের সাফল্যে খুশি। সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, পরের আসরে খেলার ইচ্ছা তার আছে। এদিকে, পিএসএলের আসন্ন মৌসুমে লাহোর কালান্দার্স দলে নিয়েছে রিশাদকে। বিপিএলে তিনি ফরচুন বরিশালের হয়ে খেলছেন। তবে তারকাবহুল দলে নিয়মিত একাদশে সুযোগ না পেলেও, এখন পর্যন্ত ৪ ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন।

বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় এবার বিগ ব্যাশ মিস করলেও ভবিষ্যতে নিজের পরিকল্পনা নিয়ে রিশাদ আশাবাদী। তিনি বলেন, “যেটা আসে, সেটা নিয়েই কাজ করি। ইনশাআল্লাহ, পরেরবার হয়তো সুযোগ পাব।”