বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫
৮ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের অর্থ ফেরত দাবিতে অবস্থান কর্মসূচি

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৫
১১:০০ পূর্বাহ্ণ

টাকা দিয়েও নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা অর্থ ফেরতসহ বিভিন্ন দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু হয়।

আন্দোলনরত কর্মীরা জানিয়েছেন, গত বছরের ৩১ মে মালয়েশিয়া প্রবেশের সময়সীমা শেষ হলেও, রিক্রুটিং এজেন্সিগুলো তাদের সেখানে পাঠাতে ব্যর্থ হয়েছে। সরকার একাধিকবার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও অনেকেই এখনো তা পাননি। অভিযোগ করার পরও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

ক্ষুব্ধ কর্মীদের মধ্যে রাকিবুল ইসলাম বলেন, “টাকা দিয়ে দুই বছর সময় পার করেও মালয়েশিয়া যেতে পারিনি। এখন আমরা আর যেতে চাই না। আমাদের টাকা ফেরত চাই। সিন্ডিকেটের ১০০ এজেন্সির লাইসেন্স বাতিল করে মালিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং বিদেশে পলাতক মালিকদের পাচার করা টাকা বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের দিতে হবে।”

তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • কর্মীদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ রাখা।
  • রিক্রুটিং এজেন্সির সঙ্গে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্ট, সাব এজেন্ট ও দালালদের গ্রেপ্তার করা।
  • অভিবাসন ব্যয় সরকারি ব্যাংকে জমা দেওয়ার ব্যবস্থা করা।
  • ক্ষতিপূরণ আদায়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়া।
  • সরকারি খরচে ক্ষতিগ্রস্তদের অন্য দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

আন্দোলনের নেতৃত্বদানকারী মাইন উদ্দীন বাবু জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, “আমাদের আরও কর্মী আসছে। কিছুক্ষণ পর আমরা সড়ক অবরোধ করবো।”

কর্মীদের দাবি আদায়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।