অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে। ব্যাট হাতে জ্যোতির ৬৮ রানের ইনিংস এবং বোলিং আক্রমণে নাহিদা আক্তারের ৩ উইকেটসহ দলের সমন্বিত পারফরম্যান্সে ৬০ রানের জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। এই জয়ে সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্নটাও জাগিয়ে রেখেছে বাংলাদেশ।
শুরুতে বাংলাদেশের ব্যাটিং ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে। পাওয়ারপ্লেতে রানরেট ছিল ৪-এর নিচে। যদিও প্রথম উইকেটে ভালো শুরু পেয়েছিল দল, কিন্তু দ্রুত দুটি উইকেট হারানোর পর জ্যোতি ও সোবহানা মোশতারি ৫১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। পরে স্বর্ণা আক্তারের সঙ্গে ষষ্ঠ উইকেটে আরও ৩৮ রান যোগ করেন জ্যোতি। তার ৬৮ রানের লড়াকু ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ১৮৪ রান। তবে মিডল ও লোয়ার অর্ডারে জ্যোতি ও স্বর্ণা ছাড়া কেউই দ্বিগুণ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজ নারীরা শুরু থেকেই টাইগ্রেসদের বোলিং আক্রমণের সামনে বিপর্যস্ত হয়। নাহিদা আক্তারের ৩ উইকেটের পাশাপাশি রাবেয়া খান ও ফাহিমা খাতুন নেন ২টি করে উইকেট। পেসার মারুফাও শিকার করেন ২ উইকেট। প্রতিপক্ষের সর্বোচ্চ রান আসে শেমেইন ক্যাম্পবেলের ব্যাট থেকে, যিনি করেন ২৮ রান। পুরো ইনিংসে ১২৪ রানে গুটিয়ে যায় উইন্ডিজ দল।
এই জয়ের ফলে নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ২৩ ম্যাচে ২১, যা নিউজিল্যান্ডের সমান। তবে টাইগ্রেসরা শুক্রবার রাতে সিরিজের শেষ ম্যাচটি জিতলে কিংবা ম্যাচে কোনো ফল না হলেও, তারা নিউজিল্যান্ডকে টপকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে।
আগস্ট-সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারতসহ শীর্ষ ৬ দল সরাসরি অংশ নেবে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টাইগ্রেসদের এই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। শুক্রবার রাতে শেষ ম্যাচে জয় তুলে নিতে পারলেই প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপ খেলার গৌরব অর্জন করবে বাংলাদেশ।